কোভিড-১৯ ।

যেখানে জীবনের মায়া ,আছে বেঁচে থাকার লড়াই । লক ডাউন,কঠোর লক ডাউনে যে যার জীবন নিয়ে ব্যাস্ত । সেখানে সারা বিশ্বের নার্সগণ জীবনের ঝুকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন । কত অজুহাত কত জনের । কিন্তু এরাই থেকেছে আমাদের পাশে । স্যালুট হে বীর !!



আপনাদের সাহসিকতা আমাদের মুগ্ধ করেছে । প্রতিদান কি পেয়েছেন তা নাই বা বললাম । ইতিহাস আপনাদের চিরকাল স্বরন করবে । অপরিচিত আনকোরা ভ্যাকসিন দেশের মাটিতে প্রথম গ্রহন করার সাহস দেখিয়েছিলেন আপনিই ।