সিন্ড্রেলার গল্প শুনি আজ। সেলাই দিদি মনিদের মতো ওভার টাইমের প্রচন্ড কষ্টের ঘাম ওর কপালে লাগে না। গভীর অন্ধকারে কিংবা হালকা বৃষ্টির পরে নেশাসক্ত আবহাওয়ায় ঘর্মাক্ত শরীর দেখে বোঝা যায় একটু আগেই পতন হয়েছে। সে পতনে পরাগায়ন ঘটে না। পরাগরেনু ইমার্জেন্সি বার্থকন্ট্রোলে আত্মহত্যা করে। প্রজাপতির কৌশলে ঘটে না এই মহাজাগতিক সৃষ্টি। সত্যিই ওর সঙ্গমে পরাগায়ন হয় না, হতে দেয় না অতি ধুর্ত প্রজাপতি!
একদিন প্রজাপতির ঘরে যাবার কথা ছিলো সিন্ড্রেলার। তা আর হয় নি। সিন্ড্রেলার একটা ডানা ভেঙে এক রকম নগ্ন করে রেখেছে, আশা দিয়েছে ফিরবো তোমায় নিয়ে। কিন্তু সত্যিই তার আর হয় নি। সিন্ড্রেলা কি লোভ বা লাভে প্রজাপতির আশায়? ঐ ভাঙা ডানা ফিরে পেতে? কিন্তু ডানা তো আর জোড়া লাগে না সিন্ড্রেলা! একবার স্বেচ্ছায় যা ভেঙে যায় তা আর জোড়া লাগে না। কিন্তু প্রজাপতিগুলো উড়ে যায়।
অনিচ্ছায় সঙ্গমে পরাগায়ন হয়, ইচ্ছায় ঘটে না সিন্ড্রেলা!!!
ইচ্ছেরা খুব চালাক, ঠিক শেয়ালের মতো কিংবা মহাখালী রেল ক্রসিং এর পাশে বসে থাকা মানিব্যাগ বিক্রেতার মতো। শতভাগ লেদারের কথা বলে যারা আর্টিফিশিয়াল লেদার ধরিয়ে দেয়।
0 Comments