Artificial Intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অনেকেই আশায় বুক বেধে আছেন হয়তো এমন একটা সময় আসবে বাসা থেকে অফিসে যাবার সময় কৃত্তিম বুদ্ধিমত্তা কে কমান্ড দিয়ে রেখে যাবে বাসার সব কাজ গুছিয়ে রাখার জন্য। হ্যাঁ রোবটিক সাইন্স অনেকাংশেই সেই আবদার পুরন করতে সক্ষম হয়েছে। কিন্তু কথা বলছি সময়ের আলোচিত চ্যাট জিপিটি নামক এই সাইট টি নিয়ে যা ইতিহাসের সব    চেয়ে কম সময়ের মধ্যে অধিক সাবস্ক্রিপশন পেয়েছে। বলাই বাহুল্য বেশ কিছু চোখ ধাঁধানো কাজ করতে পারে এই চ্যাট জিপিটি। একই প্রশ্নের উত্তর এক এক সময় একেবারে ইউনিক ফরম্যাটে উত্তর দিতে পারে। বিষয় টা খুবই চমৎকার। কিন্তু ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটারদের জন্য মোটেও সুখকর নয়। কেননা ChatGPT যদি তাদের কাজটি করে দিতে পারে তাহলে ফ্রিল্যান্সার দের কি দরকার হবে?



আমি আমার ব্যাক্তিগত মতামত যদি দেই   , তাহলে বলব অবশ্যই কন্টেন্ট রাইটার দের কিছুই হবে না। মানুষের মেধা দক্ষতার কাছে কোনদিনই কৃত্তিম প্রযুক্তি পারেনি। এখনও পারবেনা। যা ইউনিক, যা চিরন্তন তা   শুধুমাত্র মানুষই ধারন করে। কোনো সাইট, কিংবা সফটওয়্যার মানুষের থেকে ধার করা তথ্য আর এলগরিদম এর খেলা হলো এই কৃত্তিম বুদ্ধিমত্তা। তাই ভয় না পেয়ে প্রযুক্তির সাহায্য নেয়াই উত্তম।